শুরু হলো দু’দিনের জাতীয় কবিতা উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ এই শিরোনামে শুরু হলো দু’দিনের জাতীয় কবিতা উৎসব। রোববার সকালে উৎসব উদ্বোধন করেন কবি মহাদেব সাহা। বরাববরের মতোই ঢাকা বিশ্ববিদ্যারয়ের হাকিম চত্ত্বরে বসেছে কবিতা উৎসবের চৌত্রিশ-তম আসর।
কবিতার জন্য; কবিতা-কে ঘিরে ; কবিতা নিয়ে সাজানো উৎসব। চৌত্রিশ বছরের উৎসবের সুদীর্ঘ যাত্রাপথের টুকরো টুকরো স্মৃতি ঘিরে সাজানো উৎসব প্রাঙ্গন।
প্রযুক্তি নির্ভরতা কবিতার সঙ্গে মানুষের যোগাযোগ কমালেও, কবিতা রয়েছে নিজস্ব অভিযাত্রা।
জমেছে দেশী-বিদেশী কবিতার আড্ডার আসরও। কবিতা উৎসবের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সুদূর ভারত, উজবেকিস্তান, সুইডেন ও নেপাল থেকে আসা কবিদেরও। কবিতার আবেদন সার্বজনীন বলেই সাড়ে তিন দশক বয়সী এ উৎসবকে ঘিরে আবেগের উচ্ছ্বাস ছড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।