শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের পথচলা
- আপডেট সময় : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের পথচলা। সংসদীয় রীতি অনুযায়ী প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। দ্বিতীয় কোন প্রস্তাব না থাকায়, টানা চতুর্থবার সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমীন চৌধুরী। আর দ্বিতীয় বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হন অ্যাডভোকেট শামসুল হক টুকু। পরে সংসদ ভবনে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিদায়ী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সুষ্ঠু নির্বাচনে স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য ভোটার ও নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান ডেপুটি স্পিকার। এসময় সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিকাংশ সংসদ সদস্যই উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা জি এম কাদেরসহ উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। অংশ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। কার্যসূচি অনুযায়ী শুরুতেই হয় নতুন স্পিকার নির্বাচন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পিকার হিসেবে রংপুর ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করলে, তা সমর্থন করেন চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এরপর অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেয়া হয়। বিরতিতে সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। শপথের পর নতুনস স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরতির পর নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন।
স্বাগত ভাষনে নিজ আসনসহ সারাদেশের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথা অনুযায়ী স্পিকারের পর ডেপুটি স্পিকার নির্বাচন। সেই ধারাবাহিকতায় পাবনা ১ আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ২য় বারের মত সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। স্পিকারের মতো তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। উদ্বোধনী দিনে সভাপতি মন্ডলীর সদস্যদেরও মনোনীত করা হয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জেষ্ঠ্যতা মেনে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।