শুরু হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক
- আপডেট সময় : ০১:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শুরু হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক। চলছে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক। এসময় আসামী প্রদীপের প্রাপ্ত সব পদক প্রত্যাহারের দাবি জানানো হয়।
সকাল সোয়া ১০টার দিকে বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ১২ জানুয়ারীর পর আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আশা করছি, দ্রুত এ মামলা শেষ হবে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে আদালতে তোলা হয় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে। এর আগে আদালতে গেলো ২৩ আগস্ট থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা চলে। ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৯ জনকে আসামি করে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসী। ২৭ জুন মামলার ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আলোচিত এই মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন। এর মধ্যে ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।