শুরু হয়েছে বুষ্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ
- আপডেট সময় : ০৮:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শুরু হয়েছে বুষ্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ। দ্বিতীয় ডোজ সম্পন্নকারী গ্রহীতারা দেশের যে কোন কেন্দ্র থেকে নিতে পারবেন এই টিকা। তবে, করোনা ভীতি কমে যাওয়ায় বুষ্টার ডোজে আগ্রহ নেই অনেকেরই। করোনাভীতি থেকে নয়, কেউ কেউ বিদেশযাত্রায় বাধামুক্ত হতেই নিচ্ছেন এই টিকা।
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আজ থেকে ১০ জুন ৬দিন দেশব্যাপী শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ। ক্যাম্পেইনের প্রথমদিনে ভীড় কম হওয়ায় সাচ্ছন্দ্যেই টিকা নিতে পারছেন সাধারণ মানুষ।
করোনার প্রকোপ কমে যাওয়ায় এখন আর আগের মত ভীতি নেই টিকা গ্রহিতাদের মাঝে। তারা জানান,করোনার ভয় থেকে নয়,বিদেশ যাত্রায় ঝামেলামুক্ত হতেই নিচ্ছেন এই টিকা।
বঙ্গব্ন্ধু শেখ মুজিম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রামের দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, দ্বিতীয় ডোজের চার মাস পার হলেই যে কেউ নিতে পারবেন তৃতীয় ডোজ।
এর আগে সকালে মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান,সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।
মন্ত্রী জানান, এরই মধ্যে ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।