শুরু হয়েছে ৯ দিন ব্যাপী জাতীয় স্কাউট জাম্বুরি
- আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১১ হাজার স্কাউটের অংশগ্রহণে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি। আজ এর উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
সাবাস—শক্তির ফোয়ারা এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশ থেকে ৮ হাজার স্কাউট সদস্য, ১ হাজার ইউনিট লিডার ও ২ হাজার আইএসটি সদস্যসহ প্রায় ১১ হাজার স্কাউট ব্যক্তিত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন। স্কাউট জাম্বুরিকে মোট ৪টি ভিলেজে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভিলেজে দুটি করে মোট ৮ টি সাব ক্যাম্পে বিভক্ত করা হয়েছে। নয়দিন ব্যাপী এ ক্যাম্পে স্কাউটদের জন্য থাকছে মেধা যাচাইসহ নানা চ্যালেঞ্জ। ২৬ জানুয়ারি মহাতাঁবু জলসার মাধ্যমে এবারের জাম্বুরি সম্পন্ন হবে।