শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে মালামাল বিক্রির দায়ে চোরাকারবারী চক্রের ১১ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আমদানী করা বন্ডের মালামাল শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির দায়ে চোরাকারবারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, তাদের কাছ থেকে ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের কাপড় উদ্ধারসহ ৬টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি। গ্রেফতারকৃতরা হলো- শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, রুবেল আকন্দ, মাসুম, মনির হোসেন, রবিন, শাহিন হাওলাদার, আরিফ হোসেন, সোহাগ ফরাজী, নাজিম ও কামাল হোসেন। শুক্রবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি লালবাগ তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা বন্ড সুবিধায় বিদেশ হতে শুল্কমুক্ত কাপড় আমদানী করে খোলাবাজারে বিক্রির কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে ইসলামপুর কাপড় ব্যবসায়ীদের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান একেএম হাফিজ আক্তার। এ চক্রের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদেরও যোগসাজোশ রয়েছে বলে জানান তিনি। এছাড়া বন্ডের অপব্যবহারের কারণে সরকার বছরে ৮০ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।