শূন্যে ঝুলছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাগ্য
- আপডেট সময় : ০২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
শূন্যে ঝুলছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাগ্য। একের পর এক কেলেঙ্কারিতে বিপর্যস্ত জনসনকে যে কোনো মুহূর্তেই বিদায় নিতে হতে পারে। ডাউনিং স্ট্রিটে অবৈধ মদের পার্টির কেলেঙ্কারি নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই গত দু’দিনে তার আরও দুটি কর্ম শোরগোল ফেলেছে।
এর একটি হচ্ছে কঠোর লকডাউনের মধ্যেই সরকারি বাসভবনে জন্মদিনের পার্টি। অন্যটি গত বছর তালেবানের হাতে কাবুলের পতনের পর জনসন অসহায় আফগানদের তুলনায় পশ্চিমাদের কুকুর ও বিড়াল উদ্ধারে বেশি তৎপরতার পক্ষে মত দেন। এভাবে একের পর এক কেলেঙ্কারি ফাঁস হওয়ায় জনসন তার রক্ষণশীল দলের মধ্যেও পদত্যাগ নিয়ে ভীষণ চাপে পড়েছেন। দলের বহু নেতা তার পদত্যাগের প্রতীক্ষায় ক্ষণ গুনছেন।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, জনসনের জীবনটা কেলেঙ্কারিতে ভরপুর। ১৯৮৮ সালে ব্রিটেনের ‘টাইমস’ পত্রিকায় সাংবাদিকতাকালে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বানোয়াট তথ্য তুলে ধরায় চাকরি যায় তার। পরে কনজারভেটিভ পার্টির এক নেত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে দলীয় পদও হারান। লন্ডনের মেয়র থাকাকালে এক নারীকে ব্যবসায়িক সুবিধা দিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। কিন্তু থেমে থাকেননি জনসন। নানা কৌশলে তিনি দেশটির প্রধানমন্ত্রী পদে আসীন হতে সক্ষম হন।