শেখ রাসেলের জন্মদিন পালন
- আপডেট সময় : ০৯:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৮১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা, রাজধানী ঢাকার গুলশান-২ এ বাঙালী জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন পালন করেছে।
জন্মদিন অনুষ্ঠানে বৃহত্তর চীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব যাদব দেবনাথের নেতৃত্বে কেক কাটা দোয়া মাহফিল ও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ রাসেল-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার আত্নার মাগফিরাত কামনা করেন।
তার এই নৃশংসতম হত্যাকান্ডকে জাতির কলংক হিসাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে যাতে আর একটি শিশুরও এভাবে জীবন দিতে না হয় সে ব্যাপারে জাতির বিবেককে উজ্জীবিত করে শপথ নেওয়ার কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি।
সাধারণ সম্পাদক দেওয়ান সাজ্জাদ হোসেন বলেন, আজকের দিনটি জন্মদিন হলেও এটি শুধু আনন্দের দিন নয়, একই সাথে এটি আমাদের জন্য বেদনার।
সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম হোসাইন বলেন, একটি নিস্পাপ শিশুকে যারা বিনা কারণে এভাবে হত্যা করতে পারে তারা পশুর চেয়েও অধম।
চীন আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ-এর আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির নেতা তরুণ কান্তি দাস কান্তি বলেন, শহীদ শেখ রাসেল একটি ভালোবাসার নাম “দীপ্ত জয়োল্লাস ও আত্নবিশ্বাসের নাম”। শেখ রাসেল বেঁচে থাকলে আজ আমরা একজন আদর্শবান নেতা পেতাম। আজ জাতিকে শপথ নিতে হবে, আর একটি রাসেলও যেনো আমাদের হারাতে না হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এম. ডি. ফরিদ উদ্দিন, মোহাম্মদ সাঈদ, এম.আর সালাম, শারমিন জাহান, মহসিন ইমাম চৌধুরী (রুনু), নিতা ফারহানা, খায়রুল হাসান রনি, অমিত, ফয়সাল, শামীম, সায়েম, রুমি, ইয়াসিন, এম ডি শ্যামা, এ. বি. এম. মাজহারুল মুজিব এবং চীন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাকিবুল ইসলাম (রাকিব)-সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দলের সকল নেতাকর্মীরা বঙ্গমাতা ও জাতির পিতাসহ স্বপরিবারে নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
অন্য পৃথক দুটি অনুষ্ঠানে জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখা। চীনের গুয়াংযৌ, ঈ উ , বেইজিং- এবং ঢাকার গুলশান ২ এ পৃথক-পৃথক আলোচনা সভায় কেক কাটা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর চীন শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব যাদব দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন দলটির চীনে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের চীন শাখার সকল নেতা-কর্মীবৃন্দ।