শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ রেজিস্ট্রেশনের সময় বাড়লো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ পেতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার সচিবালয়ে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আখতার হোসেন এ তথ্য জানান। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রাথমিকভাবে পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার কথা ছিল। তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতে সময় বাড়ানো হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া সচিব।