শেখ হাসিনা-কাদেরসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
- আপডেট সময় : ০২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গাজীপুরের বড়বাড়ীতে মঞ্জু মিয়া নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। গতরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, নিহতের বাবা ইনছার আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় মারপিট করে গুরুতর জখম করাসহ গুলি করে মানুষ হত্যা এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টিপু মুন্সি, মসিউর রহমান রাঙ্গা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।