শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ সম্ভব
- আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, একসময় বাংলাদেশ দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে। এর হাত থেকে দেশকে বাঁচিয়ে উন্নয়নের পথে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও তার কন্যার প্রতিটি সিদ্ধান্ত ও চিন্তা একই। তাদের উভয়েরই লক্ষ্য জনগণের উন্নয়ন।
সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় ড. একে আব্দুল মোমেন আরো বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জীবিত আছেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছেন। পরীক্ষায় আর সেশনজট হয় না, গণমাধ্যমের স্বাধীনতা এসেছে, গণমাধ্যমের প্রসার ঘটেছে। শেখ হাসিনা শক্তভাবে করোনা মোকাবেলায় সমর্থ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।