শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় রায় হাইকোর্ট বহাল রাখায় সন্তোষ গোপালগঞ্জে
- আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গোপালগঞ্জের সাধারণ মানুষ। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের।
২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে জনসভা হবার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওইদিন জনসভা স্থল থেকে ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। পরদিন ২৩ জুলাই উদ্ধার করা হয় ৮০ কেজির আরো একটি শক্তিশালী বোমা । এ ঘটনায় ওই দিনই কোটালীপাড়া থানার এসআই হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানির পর আদালত ২০১৭ সালের ২০ আগস্ট দুই মামলার একটিতে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। গত বছরের ১৬ সেপ্টেম্বর আপিল শুনানি শুরু হয়। শেষ হয় ১ ফেব্রুয়ারি। বুধবার দেয়া রায়ে ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবী গোপালগঞ্জবাসীর।
দুপুরেই আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ফাঁসির রায় বহাল থাকায় খুশি আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা।
এ রায়ের মধ্য দিয়ে আইনে শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
রায় কার্যকর করলে এ ধরনের হত্যাচেষ্টা পুণরায় ঘটবে না বলেও প্রত্যাশা তাদের।