শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণেই বিএনপি’র আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচনের ইস্যু ব্যর্থ
- আপডেট সময় : ০৮:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণেই বিএনপি’র আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচনের ইস্যু ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলন সুদূর পরাহত, দূর আকাশের নীলিমা– যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় একদফা আন্দোলনও মুখথুবড়ে পড়েছে।
নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে সকালে বিএনপির আন্দোলন ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক– সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, যে কোন জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনার সরকার সবার আগে সাড়া দেয়। এজন্যই আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের সাথে থাকায় বিএনপি’র আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচনের ইস্যু মাঠে মারা গেছে।
বিএনপি’র মিথ্যাচার ও জনবিচ্ছিন্নতাই তাদের রাজনীতিকে এখন গ্রাস করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর প্রতি দেশের জনগণের শতভাগ আস্থা রয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌর নির্বাচনগুলোতে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।