শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্ভব হয়েছে : মন্তব্য শীর্ষ মন্ত্রীদের

- আপডেট সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্ভব হয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার শুধু যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন নয়, অর্থনৈতিক মুক্তির নতুন দ্বার উন্মুক্ত করবে বলে মন্তব্য করেন সরকারের শীর্ষ মন্ত্রীরা। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে সেতুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে না পারলে এর সুফল পুরোপুরি পাবে না দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পদ্মাসেতু…দক্ষিণাঞ্চলের স্বপ্ন বুনন শীর্ষক সেমিনারের আয়োজন করে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন।
আলোচনায় অংশ নিয়ে বরিশালের বিভিন্ন পেশাজীবীরা সেতুর সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ২১ জেলায় উন্নয়ন প্রকল্পে অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রান্তিক জেলাগুলোর সংযোগকারী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো জরুরী।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে।
পদ্মসেতু শুধু দেশের অভ্যন্তরে নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগে বৈপ্লবিক অগ্রগতি আনবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান এম এ মান্নান।