শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও দুই হত্যা মামলা
- আপডেট সময় : ০২:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুটি হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় ট্রাক চালক সুজন হত্যা ও আদাবর থানার মামলায় পোশাকশ্রমিক রুবেল হত্যায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও আদাবর থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম মামলা দুটির বিষয় নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর থানার মামলায় শেখ হাসিনাসহ ৭৯ জন ও অজ্ঞাতনামা ৪৫০-৫০০ জনকে আসামি করে মামলা করেন নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম। মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকেও আসামি করা হয়েছে।
এদিকে..আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। এ মামলায় জাতীয় দলের ক্রিকেটার, সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদকেও আসামি করা হয়েছে। এজাহারে বাদী অভিযোগ করেছেন, ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। পরে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট তার মৃত্যু হয়।