শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ৩ দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা
- আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ৩ দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তাঁরা। সাক্ষাতে করোনা সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করেন তারা।
প্রথমে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাবার বিষয়ে একমত প্রকাশ করা হয়। পরে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন দেখা করে জানান, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে আগ্রহী
তাঁর দেশ। শেষে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা ১২ বছর সরকার পরিচালনার জন্য অভিনন্দন জানান। বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে , মালয়শিয়াকে বিনিয়োগের আহ্বান জানান এবং একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দেশকে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।