শেখ হাসিনার সিদ্ধান্তই মেনে নিয়েছেন সাঈদ খোকন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র প্রার্থী মনোনয়নে শেখ হাসিনার সিদ্ধান্তই মেনে নিয়েছেন বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি’র মেয়র সাঈদ খোকন।
আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পর বিকেলে ডিএসসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সাঈদ খোকন বলেন অভিভাবক হিসেবে যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সহযোগিতা করবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে দলীয় প্রধানের সঙ্গে আলাপ- আলোচনা করে জানানো হবে বলেও জানান সাঈদ খোকন।