শেরপুর, চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- আপডেট সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শেরপুর, চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ নির্মাণাধীন ব্রীজের পাহারাদার ছোহরাব আলী নিহত হয়েছে। ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের পাহারাদার ছোহরাব মিয়াকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা ১৩টি গরুসহ ওই পাহারাদার ঘটনাস্থলেই মারা যায়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। সকালে আনসার ব্যাটালিয়নের পরীক্ষা দিতে মোটর সাইকেলে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হন চাচা-ভাতিজা। এসময় মধুখালী সড়কে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ইব্রাহিম।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় সাঈদ নামে এক পথচারী নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস সাঈদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।