শেরপুর জেলায় অজানা রোগে একের পর এক গরু মারা যাচ্ছে
- আপডেট সময় : ০৭:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলায় অজানা রোগে একের পর এক গরু মারা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে খামারিরা। তাদের অভিযোগ,উপজেলা প্রাণী সম্পদ বিভাগ এব্যাপারে কোনো খোঁজ নিচ্ছে না। কালে ভদ্রে এলেও, চিকিৎসা শেষে দাবি করে হাজার টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দী গ্রাম। এখানকার প্রায় প্রতিটি পরিবার গাভী পালন করে। একারণে সরকারিভাবে গ্রামটিকে দুগ্ধগ্রাম ঘোষনা করা হয়েছে। গ্রামে উৎপাদিত দুধ পুরো জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হয় আশপাশের জেলায় ।
অজানা রোগে গত এক মাসে এই গ্রামের পূর্বপাড়া ও ভাটিয়াপাড়াতেই ৬০ থেকে ৭০ টি গরু মারা গেছে। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদ্র খামারিরা; অন্যদিকে সব খামারির মাঝেই দেখা দিয়েছে আতঙ্ক।
এলাকাবাসীর অভিযোগ, গরু মৃত্যুর ঘটনায় সরকারি চিকিৎসক খোঁজ খবর নিচ্ছে না।তারা আসলে দিতে হয় মোটা অংকের ভিজিট।
খামারিদের অভিযোগের সাথে সহমত পোষন করেন কৃষক নেতা।
তবে মোটা অংকের ভিজিট নেওয়া কথা অস্বীকার করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।এতো গরু মারা যাবার খবরও জানেন না তিনি।
অজানা রোগ সনাক্তে মৃত গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে, আর খমারিদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা।
অজানা রোগে গরু মৃত্যুর বিষয়টি দ্রুত বন্ধে সরকার উদ্যোগ নেবে–এমনটাই প্রত্যাশা খামারীদের।