শেরপুর সড়কে অবৈধ অটোরিক্সার দাপট
- আপডেট সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১৬১৫ বার পড়া হয়েছে
শেরপুরে দিন দিন বেড়েই চলছে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিক্সা। অদক্ষ এবং অপ্রাপ্ত চালকদের হাতে এসব অবৈধ যানবাহনের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে না যানজট। আর বিভিন্ন রুটে চাঁদা দিয়ে এসব ইজিবাইক চলছে বলে স্বীকার করেছেন চালকরা। তবে, অবৈধ এবং অনিবন্ধিত এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে দাবি পুলিশের।
দিনের বেশিরভাগ সময় শেরপুর জেলার ৫টি উপজেলার সব’কটি প্রধান সড়কে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার এসব যানবাহন। অধিকাংশেরই নেই কোন নিবন্ধন। শহরে যানজট কমাতে কথা ছিল জোড় সংখ্যার গাড়ী একদিন এবং বেজোড় সংখ্যার গাড়ী অন্যদিন চলবে । কিন্তু নানা অজুহাতে তা মানছে না অনেকেই।
নিবন্ধন না থাকলেও বিভিন্ন রুটে মাসিক চাঁদা দিতে হয়। আর নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা চান চালকরা ।
অদক্ষ এবং অপ্রাপ্ত চালকদের হাতে এসব অবৈধ যানবাহনের কারণে; প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর যানজটের ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
এদিকে, অবৈধ এবং অনিবন্ধিত ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
স্থানীয় রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের হিসেবে , চলতি অর্থ বছরে শেরপুর পৌরসভা এবং ১৪টি ইউনিয়নে মোট সাড়ে চার হাজার অটোরিক্সা নিবন্ধন দেয়ার কথা থাকলেও শহরে প্রায় ১৫ হাজার অটোরিক্সা চলাচল করছে।