শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
- আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সহোদর বড় ভাইয়ের ছেলে নূর ইসলামের দুই হাত পেছনে বেঁধে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে চাচা আলিমদ্দিনসহ পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল থেকে নূর ইসলামকে উদ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে। ২৬ মার্চ বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ তন্তর গ্রামে আলিমুদ্দিনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তারই ভাতিজা নুর ইসলামের। এরই জেরে গতকাল নুর ইসলামকে নির্যাতন চালানো হয়। পেছনে হাত বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয় নুর ইসলামকে। এলাকায় কথা বলে জানা যায়, আলিমুদ্দিন প্রভাবশালী হওয়ায় স্থানীয়রাও কেউ তাকে উদ্ধার বা অন্য কোনোভাবে সাহায্য করার সাহস পায়নি। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় একজন জনপ্রতিনিধি পুলিশে ফোন করলে তারা গিয়ে তাকে উদ্ধার করে।
এদিকে, বর্বরোচিত এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আলিম উদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।