শেরপুরের দুধগ্রামে এক মাসে অর্ধ শতাধিক গরুর মৃত্যু : ৩টি মেডিকেল বোর্ড গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শেরপুর সদর উপজেলার তিলকান্দি দুধগ্রামে এক মাসে অর্ধ শতাধিক গরুর মৃত্যুর পর ৩টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখন বিনামূল্যে ভ্যাকসিনেশন চলছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর এই উদ্যোগ নেয়া হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দুধগ্রামের খামারিদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। দিনব্যাপী গরুর চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হচ্ছে। আলাদা তিনটি ভেটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া চালু রয়েছে ডিজিজ সার্ভিলেন্স, মনিটরিং কার্যক্রমসহ পরামর্শ প্রদান। পশুর টিকা কার্যক্রম শুরুর পর থেকে গরু মৃত্যুর খবর পাওয়া যায় নি।