শেরপুরের নকলায় মৎস্য খামারের পাহারাদার খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিক নামে এক মৎস্য খামারের পাহারাদার খুন হয়েছে। নিহত আব্দুর রফিক মিয়া ওই উপজেলার বানেশ্বর্দী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
সকাল ৮টার দিকে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মরাকান্দি গ্রামের চায়রা বিল সংলগ্ন মাছের খামারে এ খুনের ঘটনা ঘটে। রফিক ওই মাছের খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় নুরুজ্জামানের সাথে ওই এলাকার বারেক ও জলিল গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে নুরুজ্জামানের মৎস্য খামারের পাহারাদার আব্দুর রফিকের উপর প্রতিপক্ষ বারেক, জলিল, কাদের, চাঁন মিয়া ও রাজীবসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালালে রামদা’র আঘাতে তার মৃত্যু হয়।