শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে অগ্নিকান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থরা জানায়, লকডাউনে কর্ণঝোড়া মধ্য বাজারে লোকজন ছিল একেবারেই কম। হঠাৎ ওই বাজারের একটি লেপ তোশকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দোকান বন্ধ থাকায় দোকানে কেউ প্রবেশ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ২০টি দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। এসব দোকানের মধ্যে ছিলো সার, বীজ, মনোহরী, মুদী, টেইলার্স, চাল ডাল ও লেপ তোশকের।