শেষ সময়ে এসে হোঁচট খেলো লিভারপুল
- আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে-লিগ শিরোপার দৌড়ে শেষ সময়ে এসে এবার হোঁচট খেলো লিভারপুল। টটেনহামের সাথে ১-১ গোলে ড্র করেছে অলরেডরা।
শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে সাদিও মানে-সালাহারা। টটেনহাম ও চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাল্টা জবাব দেয় ম্যাচে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। গোল শুন্য বিরতি থেকে ফিরে। ৫৬ মিনিটে হ্যারি কেইন-সেসেগননের পা ঘুরে বল আসে সন মিনের পায়ে। যেখানে স্কোর শিটে নাম তুলেন এই দক্ষিণ কোরিয়ান তারকা। ম্যাচে ফিরতে মরিয়া অলরেডরা বাড়ায় আক্রমণের ধার। ৭৪ মিনিটে লুইস দিয়াজ গোলে সমতায় ফিরে লিভারপুল। তারপর ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ৩৫ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট পাওয়া লিভারপুল এখন শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলা সিটির থেকে গোল ব্যবধানে এগিয়ে। সমান পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি আজ নিউক্যাসেলকে হারালেই এগিয়ে যাবে ৩ পয়েন্ট ব্যবধানে।