শেষ হলো তামিম ইকবালের অনলাইন ভার্চুয়াল লাইভ আড্ডা
- আপডেট সময় : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শেষ হলো তামিম ইকবালের অনলাইন ভার্চুয়াল লাইভ আড্ডা। শেষ পর্বে তামিম ছাড়াও ছিলেন বাংলাদেশ ক্রিকেটের তিন আইকন মাশরাফি, মুশফিক ও মাহমুদুল্লাহ রিযাদ। পৌনে দুই ঘন্টার আড্ডায় মাঠ ও মাঠের বাইরের মজা স্মৃতিচারণ করেন এই চার ক্রিকেটার। মাঝে উপস্থিত হন ঘরোয়া কোচ মো: সালাউদ্দিন।
কথা ছিলো তামিমের শেষ আড্ডায় একসাথে হবেন বাংলাদেশ ক্রিকেটের পাঞ্চপান্ডব। ব্যক্তিগত কারণে ছিলেন না সাকিব। তাই বর্তমান তিন আইকন ক্রিকেটারকে নিয়েই তামিমের ভার্চুয়াল আড্ডা। মাশরাফির রসিকতা দিয়ে যার শুরু।
করোনায় অসহায়দের সাহায্যর্থে মাশরাফির ব্রেসলেট বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। ১৭ লাখ টাকায় বিক্রি হয়েছে মুশফিকের ইতিহাস গড়া ব্যাট। আর অনেকটা নিরবেই সেই তালিকায় সামিল মাহম্দুউল্লাহ রিয়াদ।
প্রায় দুই ঘন্টার আড্ডায় মাঠের বাইরের মজার স্মৃতিচারণায় মেতেছিলেন এ চার ক্রিকেটার।
শীষ্যদের আড্ডায় সবাইকে চমক দিয়ে উপস্থিত হন ঘরোয়া কোচ মো: সালাউদ্দিন।
আলোচনা হয়েছে ক্রিকেট নিয়েও। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এক রানের হারের দু:সস্মৃতি এখনো ভুলতে পারেনি রিয়াদ–মুশফিক।
সুসময়ে নয় দু:সময়েও সমর্থকদের পাশে চান মাশরাফি, তামিম, রিয়াদ ও মুশফিক।