শৈত্যপ্রবাহ কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
তাপমাত্রার বাড়লেও অব্যাহত শৈত্যপ্রবাহ কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন
ঘন কুয়াশা কেটে যাওয়ায় এবং সকাল থেকে সূর্যের দেখা মেলায় দিনাজপুরের ১৩ উপজেলায় কিছুটা স্বস্তিতে শীতার্ত মানুষ। তবে কাজের অভাবে দিনাজপুর শহরের ষষ্ঠী তলায় কমেছে শ্রমিকের আনাগোনা। দিনাজপুর আবহাওয়া কর্মকর্তা মোঃ আসাদ জানান সকাল ৬ টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ।
কুড়িগ্রামে কিছুটা বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের দাপট। গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রী সেলসিয়াস। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।