শৈলকুপায় নদী ভাঙনে ৬টি গ্রামের বাড়ী-ঘর, রাস্তাঘাট ও ফসলী জমি বিলীন
- আপডেট সময় : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর ভাঙন হুমকির মুখে পড়েছে দু’টি ইউনিয়নের ৬টি গ্রামের মানুষের বসত-ভিটা ও আবাদী জমি।এরই মধ্যে নদী গর্ভে বিলিন হয়েছে বাড়ী-ঘর, রাস্তাঘাট ও ফসলী জমি। তীব্র এ ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে সরকারি গুচ্ছ গ্রামের আবাসন প্রকল্প।
শৈলকুপা উপজেলার মাদলা গ্রাম। নদী ভাঙনে এভাবেই বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলী জমি। রাতের আঁধারে নদীগর্ভে চলে যাচ্ছে পৈতৃক ভিটাসহ বেঁচে থাকার শেষ স্থানটুকু।
গড়াই নদীর পানি কমতে শুরু করায় কয়েকদিন ধরে একের পর এক বিলীন হচ্ছে উপজেলার ২টি ইউনিয়নের ৬ টি গ্রামের বাড়িঘর। শুধু থাকার জায়গা নয়, ফসলি জমি, গাছপালা বিলীন হলেও কিছুই যেন করার নেই নদী তীরের বাসিন্দাদের।
শুধু বসত বাড়ি আর আবাদি জমিই নয় হুমকির মুখে রয়েছে সরকারি গুচ্ছগ্রামের আবাসন প্রকল্পটি। বসত ভিটা হারানো যাদের ঠাঁই হয়েছিলো এই আবাসনে সেটিও যেন কেড়ে নিতে চায় গড়াই।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন রোধে কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মানের জন্য হাতে নেওয়া হয়েছে প্রকল্প।
ভাঙ্গনের মুখে থাকা উপজেলার মাদলা, উলুবাড়িয়া, নলখোলা, বড়–রিয়া, কৃষ্ণনগর, মাঝদিয়া গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। গত ১ মাসে প্রায় অর্ধশত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।