শ্বেতশুভ্র বরফ পাল্টে দিয়েছে পবিত্র নগরী জেরুজালেমের পরিচিত চেহারা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শ্বেতশুভ্র বরফ পাল্টে দিয়েছে পবিত্র নগরী জেরুজালেমের পরিচিত চেহারা। অব্যাহত তুষার ঝড়ে প্রায় জনমানব শূন্য শহরের রাস্তাঘাট। তবে স্থানীয় এবং পর্যটকদের কাছে এই তুষারপাত আনন্দের উৎস হয়েছে ।
বুধবার বিকেল থেকে শুরু তুষারপাতের। এটা তীব্র রূপ নেয় রাতেই। পরদিন গণপরিবহনও বন্ধ করে দিতে হয়। যদিও পরে বরফ সরিয়ে রাস্তাঘাট চলাচলের উপযুক্ত করা হয়। তুষারঝড়ে বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত। জেরুজালেমের ঐতিহাসিক স্থাপনাগুলো ঢেকে গেছে বরফের চাদরে। তবে এমন বৈরি আবহাওয়াতেও, অনেককে দেখা গেলো মনের আনন্দে বরফ নিয়ে খেলতে। বহু বছর পর জেরুজালেমে তুষারপাত দেখতে আশপাশের শহর থেকেও ছুটে এসেছেন অনেকে। এক পর্যটক জানান, অনেকদিন পর এমন দৃশ্য দেখলাম। জেরুজালেমে যা খুব কমই দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে।