শ্রম বাজার থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশী শ্রমিকরা: আইইবি
- আপডেট সময় : ০৮:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দেশের শ্রম বাজার থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশী শ্রমিকরা। রাজধানীতে এক সেমিনারে এমন তথ্য তুলে ধরলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন খাতে বিদেশী শ্রমিকদের কর্মসংস্থান কমানোর তাগিদ দেন। তিনি বলেন, দেশের জনশক্তির দক্ষতা না বাড়ালে, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় কঠিন হবে।
রাজধানীর রমনায় দেশের টেক্সটাইল ও তৈরি পোষাক শিল্পে বিদেশী শ্রমিকদের আধিপত্য- বাংলাদেশের ভবিষৎ কাঠামো শীর্ষক সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ- আইইবি।
এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ প্রকৌশল পেশাজীবী জাতীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
বস্ত্র ও তৈরি পোষাকসহ বিভিন্ন খাতে বর্তমানে ৮৫ হাজার বিদেশী শ্রমিকের অনুমোদন থাকলেও, কাজ করছে কয়েক লাখ শ্রমিক। তারা বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৫০ হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে।
বস্ত্র ও গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বিদেশী শ্রমিকের অধিপত্যের সমালোচনা করে বক্তারা, তাদের প্রত্যাহারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শ্রম বাজারে বিদেশী শ্রমিকের চাহিদা কমাতে উদ্যোগ নেয়া হবে। এব্যাপারে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ চান।
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দেশীয় জনশক্তিকে মেধাবী ও প্রযুক্তির সক্ষমতা অর্জনের আহবান জানান আসাদুজ্জামান খান কামাল।