শ্রমিক অসোন্তোষের সঙ্গে অব্যাহত হরতাল-অবরোধে মারাত্মক ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির
- আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৭২৯ বার পড়া হয়েছে
শ্রমিক অসোন্তোষের সঙ্গে অব্যাহত হরতাল-অবরোধে মারাত্মক ক্ষতি হচ্ছে জাতীয় অর্থনীতির। তার ওপর রপ্তানীমুখি দেশগুলোর সঙ্গে সরকারের রাজনৈতিক দূরত্বে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। এমন চতুর্মুখী সংকটে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে অর্থনীতির সুচকে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক কারণে আমদানী, রপ্তানীসহ রেমিটেন্সের ভারসাম্য নষ্ট হলে ভেঙ্গে পড়বে জাতীয় অর্থনীতি।
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিক অসোন্তোষ দেখা দেয় তৈরী পোষাক শিল্পে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহতও হয় কয়েকজন শ্রমিক। অপেক্ষকৃত দ্রুত সময়ের মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এই ঘটনায় উদ্বেগ জানিয়ে নানামুখি হুমকি দিয়ে রেখেছে রপ্তানীমুখি দেশগুলো। ফুটেজ-১ গার্মেন্টেসের সংঘর্ষ ঢাকা থেকে সংযুক্ত হবে।
তত্বাবধায়ক সরকারে অধিনে আগামী সংসদ নির্বচনের দাবিতে গেল ২৯ অক্টোবর থেকে লাগাতার হরতাল অবোরোধ কর্মসুচী পালক করছে বিএনপিসহ সরকার বিরোধি রাজনৈতিক দলগুলো। এতে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজপথে। যা মরার ওপর খারার ঘা হয়ে দেখা দিয়েছে অর্থনীতিতে।
ব্যবসায়ীরা বলছেন, বেশ কয়েক মাস ধরেই নানান অজুহাতে অর্ডার কমিয়ে দিয়েছে রপ্তানীমুখি অনেক দেশ। এই ধারা অব্যহত থাকলে বিপর্যয় নামবে। ফুটেজ-৩
২০১১ সালের এক পরিসংখ্যান বলছে, হরতাল অবোরোধে দৈনিক ক্ষতির পরিমান ৬ হাজার একশো ৮০ কোটি টাকা। এক যুগের ব্যবধানে তা বেড়েছে বহুগুনে। অর্থনীতিবিদরা বলছেন, মোড়ল দেশগুলোর সঙ্গে দুরত্ব ও দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা নিরসন করতে না পারলে সংকট ঘনিভুত হবে। ফুটেজ-২
রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।