শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তা
- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস কারণে শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভৈরব ও নেত্রকোনার কৃষক। তাই ধান কাটার উন্নত প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি কিনতে বিনা সুদে ঋণ চান তারা। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের ধান ঘরে উঠাতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
ভৈরবে এবার বোরো ধানের আবাদ হয়েছে সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কিন্তু করোনার কারণে অঘোষিত লকডাউনে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে শঙ্কা বাড়ছে তাদের। তাই ধান কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে বিনা সুদে ঋণ দাবি করেছেন চাষীরা।।
বর্তমান পরিস্থিতিতে কৃষকদের জন্য কম্বাইন হারভেস্টর, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টার সরবরাহ করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষিকে বাচিয়ে রাখতে কম সুদে ঋণ দিতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, হাওর জেলা নেত্রকোনায়ও শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
ধান কাটতে কৃষকদের সহযোগিতায় সরকারের যথাযথ পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন এই কৃষিবিদ।
এদিকে, শ্রমিক সংকট হলে ধান কাটতে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বোরো মৌসুমে ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটিই প্রত্যাশা হাওরবাসীর।