শ্রীকৃষ্ণের জন্মদিন আজ
- আপডেট সময় : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি “জন্মাষ্টমী উৎসব”।
রাজশাহীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। মন্দিরের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পূজা অর্চনা ও পুস্পাঞ্জলি দেয়া হয়। পরে মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর আলোচনা সভা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে নোয়াখালীতেও জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীতে শোভাযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই জায়গায় শেষ হয় শোভাযাত্রাটি।