শ্রীমঙ্গল পৌর এলাকার বিরামপুর আবাসিক এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ির মালামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার বিরামপুর আবাসিক এলাকায় আগুনে একটি বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গেলো রাত সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার বিরামপুর আবাসিক এলাকার জব্বার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিরন সিং জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।