শ্রীলঙ্কা সিরিজে শুরু থেকেই শরিফুলকে পাবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কা সিরিজে শুরু থেকেই শরিফুলকে পাবে বাংলাদেশ। জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে বাঁহাতি এই পেসারের খেলা এখন নিশ্চিত।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তার আগে চোট নিয়ে বেশ বিপাকেই ছিল বাংলাদেশ দল। তাসকিন আহমেদ কাঁধের চোটের কারণে ছিলেন না আগে থেকেই। চোট ছিল শরিফুল ইসলামেরও। ডিপিএলের শেষ দিকে এসে ছিটকে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজও। তাতে শঙ্কা বাড়ছিল ক্রমেই। তবে শ্রীলঙ্কা সিরিজের আগে এবার বাংলাদেশ পেল এক বড় সুখবর। সিরিজের প্রথম টেস্টেই খেলতে পারবেন পেসার শরিফুল ইসলাম। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, এই মুহূর্তে শরিফুলের কোনো অস্ত্রোপচার লাগছে না। যার ফলে সে প্রথম টেস্ট থেকেই দলের সঙ্গে থাকবে।