শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান দেশটির প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০৯:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরই মধ্যে দেশটির সব মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া দেশটির শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ রয়েছে।
রোববার রাতে দেশটির ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসেও আছেন। পদত্যাগের পর নামাল জানান, শ্রীলঙ্কায় স্থিতিশীলতা আনতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সাহায্য করতে এই পদক্ষেপ। তবে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তাঁর ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এখনো পদত্যাগ করেননি। সোমবার এক টুইট বার্তায় অজিত নির্ভাদ জানান, মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
কারফিউর মধ্যেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চল। অর্থনৈতিক সংকটে বেসামাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের ওপর সাধারণ জনগণের অসন্তোষ বাড়ছে।