শ্রীলঙ্কার কলম্বোয় সরকার বিরোধীদের বিক্ষোভ শিবিরে অভিযান
- আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার কলম্বোয় সরকার বিরোধীদের বিক্ষোভ শিবিরে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় আহত হয়েছে অন্তত ৫০ জন।গ্রেফতার করা হয়েছে শতাধিক নাগরিককে। এদিকে, দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে।
অভিযানে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে দেয়া হয়। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার পর গত রাতে এ অভিযান চালানো হয়। শত শত সেনা ও পুলিশ সদস্য প্রেসিডেন্ট কার্যালয়ের নিকটবর্তী ওই বিক্ষোভ শিবিরে অভিযান চালায়। এ সময় বিবিসির এক সাংবাদিককে পেটানো হয়েছে। শপথ নেয়ার পরপরই রাষ্ট্রপতি বিক্রমাসিংহে বলেন, সরকারি কোনো ভবন দখল কিংবা সরকারকে ক্ষমতাচ্যুত করা কোন গণতান্ত্রিক পন্থা নয়।
৭৩ বছর বয়সি নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে রনিল বিক্রমাসিংহের সহপাঠী ছিলেন। রনিলের মতো তাকেও রাজাপাকসে পরিবারের অনুগত বিবেচনা করা হয়।