শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
- আপডেট সময় : ০১:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
পার্লামেন্টের ২২৫ ভোটের মধ্যে ১৩৪ পেয়ে নতুন রাষ্ট্রপতি হলেন তিনবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
অর্থনৈতিকসহ নানা সংকটে জর্জরিত শ্রীলঙ্কার নতুন কাণ্ডারী রনিলের উপর বর্তাবে দেশকে সংকট মুক্ত করার দায়িত্ব।
বাকী দুজন ছিলেন ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা এবং বামপন্থি জনতা বিমুক্তি পেরামুনা দলের অনুর কুমার দিসানায়েক। নির্বাচিত এ নেতা সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হলেন। বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া। পরে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গোতাবায়া পলায়নের আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে যান। গোতাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিচ্ছে।