শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগের পর অন্তবর্তীকালীন সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো
- আপডেট সময় : ০১:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার পদত্যাগের পর সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো রোববার এক বৈঠকে সিদ্ধান্ত নেয়। রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।
দেশটির চলমান নজিরবিহীন অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা- এসএলপিপি’র বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেছেন, অন্তবর্তীকালীন সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গড়তে নীতিগতভাবে সবাই একমত। এটা হবে এমন একটি সরকার, যেখানে সব দলের প্রতিনিধি থাকবে। প্রেসিডেন্ট গোতাবায়া পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবে বর্ধনেকে জানিয়েছেন, বুধবার তিনি পদত্যাগ করবেন। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সব দলকে নিয়ে সরকার গঠনে তিনিও পদত্যাগ করতে প্রস্তুত। পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো আজ বিকেলে একটি বৈঠক ডেকেছে। বৈঠকে গোতাবায়ার পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা নিয়ে আলোচনা হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন- টেম্পল ট্রিতে ঢোকার পর সেখানে লাখ লাখ রুপি খুঁজে পাওয়ার দাবি করেছেন বিক্ষোভকারীরা।
রোববার অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের গোতাবায়ার বাসভবন থেকে খুঁজে পাওয়া সেই রুপি গুণতে দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, মেঝেতে থাকা রুপির বান্ডিল ঘিরে আছেন কয়েক জন। তাঁদের মধ্যে একজন সেই রুপি গুনছেন। মোবাইলে সেই দৃশ্য ধারণ করছেন কেউ কেউ। এ সময় অন্য একজন এসে ক্যামেরার সামনে আরও কয়েক বান্ডিল রুপি দেখাচ্ছিলেন। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকারবিরোধী বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে যে অর্থ খুঁজে পেয়েছেন তা ভবনের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।