শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–বিসিবি।দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন সাদমান ইসলাম ও আবু জায়েদ রাহি।
ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। তবে, রাখা হয়েছে পেসার শরিফুল ইসলামকে। ম্যাচের জন্য ফিট থাকলে খেলতে পারবেন তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ঢাকায়, ২৩ মে থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। এর আগে, অবশ্য বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। টাইগারদের এক জয়ের বিপরীতে ড্র হয়েছে চার ম্যাচ। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলে ৬ ম্যাচে হেরেছে বাংলাদেশ, ২ ম্যাচ হয়েছে ড্র।