শ্রীলঙ্কার মন্ত্রিসভায় সদ্য নিয়োগপ্রাপ্ত চার নতুন সদস্যের নাম ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার মন্ত্রিসভায় সদ্য নিয়োগপ্রাপ্ত চার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নতুন নিয়োগপ্রাপ্তদের সবাই রাজপাকসের দল– এসএলপিপির সদস্য বলে জানা গেছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়- পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, নগর উন্নয়ন এবং জ্বালানি ও শক্তি মন্ত্রণালয়ে নিযুক্ত হয়েছেন নতুন মন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এল পেরেইস, যিনি আগেও একই পদে ছিলেন। নতুন মন্ত্রীদের নিয়োগের পর শ্রীলঙ্কার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে এসএলপিপি। এদিকে, বিক্রমাসিংহের নেতৃত্বে জোটে যোগ দেবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে, জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে দেশটির বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল।