শ্রীলঙ্কায় এক শীর্ষ কারা কর্মকর্তার মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার এক শীর্ষ কারা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। কারাগারে ২৭ বন্দীকে হত্যার দায়ে গতকাল কলম্বো হাইকোর্ট কারা কমিশনার এমিল লামাহেওয়াগেরকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
তবে আদালত একই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কমান্ডো মোসেস রানাগাজেওয়াকে খালাস দিয়েছেন। ২০১২ সালের নভেম্বরে এ ঘটনা ঘটে। ২০১৯ সালে জুলাইয়ে এ কারা কমিশনারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কারাগারে দাঙ্গা দমন ও অস্ত্রধারী কয়েদিদের নিরস্ত্র করার জন্য পুলিশ কমান্ডোদের সাহায্য নিয়েছিলেন। তারা কাছ থেকে গুলি করে আট বন্দীকে হত্যা করে। এ ছাড়া বাকি বন্দীদেরও গুলি করে হত্যা করা হয়েছিল। আদালতের নথিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর অস্ত্রগুলো এমনভাবে রাখা হয়, যা দেখে মনে হবে, কয়েদিরা তা নিয়ে কারারক্ষীদের গুলি করেছিলেন। তবে কে এ হত্যার নির্দেশ দিয়েছিলেন, সে সম্পর্কে জানা যায়নি।