শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ
- আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীকে লুট ও ভাঙচুরকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছে লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের ভবন অবরোধ করে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। তারা বলছে, গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ থামবে না। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার উত্তর পূর্বে ত্রিঙ্কোমালির অত্যন্ত সুরক্ষিত নৌবাহিনীর একটি ঘাঁটির সামনে জড়ো হয়েছে। এখানে মাহিন্দা রাজাপাকসা তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা যাচ্ছে।
সরকারদলীয় এমপিদের ৫০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।