শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার মধ্যে নিজ দেশে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
তবে নিজ দেশে আয়োজন করা সম্ভব না হলেও লঙ্কান ক্রিকেট বোর্ড আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। আগেই তারা জানিয়েছিলো শেষ পর্যন্ত এশিয়া কাপ শ্রীলঙ্কায় আয়োজন সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে সংযুক্ত আরব আমিরাতেকে। তবে শ্রীলঙ্কা আরব আমিরাতকেই একমাত্র বিকল্প ভেন্যু হিসেবে দেখছে না। তারা ভারত সহ অন্যান্য দেশকেও তাদের তালিকায় রাখছে। আগামী আগস্ট টি-টুয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি সহযোগী সদস্য দল অংশ নেবে।