ষষ্ঠ দফা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি-জামায়াতের ষষ্ঠ দফা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে দলীয়
নেতাকর্মীরা।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া গতকাল গভীর রাতে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যান আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে অবরোধের কারণে আজও চট্টগ্রাম থেকে আজ ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।
সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুটি ককটেলের মধ্যে একটি তার বাসার ভেতরে এবং অপরটি বাসার গেটে নিক্ষেপ করা হয়।
সাভারের আশুলিয়ায় নন্দন পার্কের সামনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। গতরাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহে স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক আছে। মহাসড়কের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ পাঁচ নেতার সাজার প্রতিবাদে অবরোধের পাশাপাশি রংপুরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকারসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে কাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পাবনা জেলা বিএনপি।