সংক্রমণ ঝুঁকির মধ্যেই রংপুর মহানগরীতে খোলা হয়েছে মার্কেট ও শপিংমল
- আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সংক্রমণ ঝুঁকির মধ্যেই রংপুর মহানগরীতে খোলা হয়েছে মার্কেট ও শপিংমল। খুলতে না খুলতেই হুমড়ি খেয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। তবে স্বাস্থ্যবিধির সামান্য কিছু উপকরণ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে থাকলেও বালাই নেই সামাজিক দূরত্ব মানার। যদিও ব্যবসায়ীদের দাবী- নিয়ম মেনেই চলছে কেনাকাটা।
দেখে বোঝার উপায় নেই করোনা ঝুঁকিতে মহানগরী- রংপুর। বৈশ্বিক এ মহামারী রোধে শুরু থেকেই নির্দেশনা ছিল সামাজিক দূরত্ব মেনে চলার।
১০ এপ্রিল সরকারী নির্দেশনায় দোকান-পাট ও শপিংমল খোলার প্রথম দিনই নগরীতে চিল ক্রেতাদের উপচে’ পড়া ভীড়। তবে নিয়ম মেনে কেনাকাটার কথা থাকলেও সামাজিক দূরত্ব মানছে না কেউই।
তবে ব্যবসায়ীরা বলছেন, সরকারী নির্দেশনা মেনেই চলছে কেনাকাটা।
এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি না মানলে আরো বাড়বে সংক্রমণ ঝুঁকি।
তবে দোকান-পাট ও শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।
স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।