সংক্রমনরোধে রাজধানীর কিছু রাস্তার মোড় ও প্রবেশ মুখে বসেছে কাঁচাবাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
হোম-কোয়ারেন্টাইনের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় জরুরী কেনাকাটা সারতে রাজধানীর বেশকিছু এলাকায় রাস্তার প্রশস্ত খোলা জায়গায় কাঁচাবাজার বসানো হয়েছে। কঠোরভাবে তা তদারকি করছে পুলিশ ও সেনাবাহিনী।
করোনা সংক্রমনরোধে রাজধানীর বেশ কিছু রাস্তার মোড় ও প্রবেশ মুখে কাঁচাবাজার বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যবস্থাপণার ব্যাপারে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে বাজার সংশিষ্টরা। দেশে করোনা ভাইরাস রোধে বাজারে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে বলে জানান, তারা।
তবে, বারবার বলার পরও স্বাস্থ্যবিধি না মেনে বেচা-কেনা করতে দেখা গেছে কোনো কোনো এলাকায়। বেঁধে দেয়া সময়ের সমালোচনা করেন কোনো কোনো ব্যবসায়ী।
অব্যাহত সচেতনতামুলক প্রচারণার ফলে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজারের মতো জরুরি কাজ সম্পন্ন করবেন বলে আশা করেন, সংশ্লিষ্টরা।