সংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৩১২৫ বার পড়া হয়েছে
রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ আজ মারা গেছেন। আজ বু্ধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।
শিবলী মহম্মদ বলেন, ‘আজও তানপুরা নিয়ে তার বড় ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’
রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হলো।