সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : কাদের
- আপডেট সময় : ০৭:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
কারও প্রেসক্রিপশনে নয়, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল কর্মসূচি হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদিকে, ঈদের পর বিএনপি তাদের আন্দোলনে আবারো নাশকতার পুনরাবৃত্তি ঘটাতে পারে, এমন আশংকা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তারা।
ঈদের পর সচিবালয়ের প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিদেশিদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের নানা দিক নিয়ে পরামর্শ দিচ্ছেন অনেকে।
মন্ত্রণালয়ের সভা কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পর বিএনপির আন্দোলনের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এদিকে, নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার ঈদুল আজহায় সারাদেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান আসাদুজ্জামান খান কামাল।