সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করার আহবানও জানান তিনি।
সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন। তিনি বলেন, নির্বাচনে জনরায় মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ বলে অভিযোগ করেন তিনি। বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়। কোনো যুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁক-ডাক নেতাদের ওপর কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনের চেষ্টামাত্র।